Rohit Sharma Team India captain go to sleep with the icc t20 world cup like Lionel Messi
খেলা

Rohit Sharma: বিশ্বকাপ জয় এখনো মাথা থেকে নামেনি ভারতবাসীর, ওদিকে মেসির ছন্দে ট্রফিতেই ঘুম ভাঙলো রোহিতের

Published on:

গতকাল ভারতবাসীদের এক স্বপ্নের রাত উপহার দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৭ রানে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের নাম করেছে ভারত। আর এই জয় এই মুহূর্তে ভারতীয়দের কাছে খুবই আনন্দের, বিশেষ করে ১১ বছর পর ভারত আইসিসি ট্রফি জেতায় দলের অধিনায়ক থেকে শুরু করে বাকি খেলোয়াড়দের আবেগে মাততে দেখা গেছে।

ঠিক ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছেও গতকালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মুহূর্তটা স্বপ্নের মতো ছিল। এদিকে জয়ের পরে বার্বাডোজের বুকে ভারতীয় পতাকা পুঁতে দেওয়া থেকে শুরু করে আবেগের বশে মাটি মুখে দেওয়া, প্রায় সবকিছুই করেছেন অধিনায়ক রোহিত শর্মা। এমনকি দলের বাকি খেলোয়াড়দের আনন্দও ছিল সীমাহীন। গতকাল জয়ের পর সকলেই তাদের পরিশ্রমের সফলতা অর্জন করেছেন।

WhatsApp Community Join Now

গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর যেমন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা রাতে আনন্দের ঘুম ঘুমিয়েছে, সেরকমই দলের অধিনায়ক রোহিত শর্মাও নিশ্চিন্তের ঘুম ঘুমিয়েছেন। ২০২৩ বিশ্বকাপ জয় একটুর জন্য হাতছাড়া হয়েছিল ঠিকই, কিন্তু তার ঠিক ৭ মাস পরেই নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখে হাসি ফুটিয়েছেন রোহিত শর্মা এবং তার নেতৃত্বাধীন ভারতীয় দল। এদিকে গতকাল জয়ের পর মাথার পাশে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন হিটম্যান, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভীষণভাবে সাড়া ফেলে দিয়েছে।

উল্লেখ্য ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ের পর আর্জেন্তিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি যেমন ট্রফি মাথার গোড়ায় রেখে নিশ্চিন্তের ঘুম ঘুমিয়েছিলেন, ঠিক সেরকমই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথার গোড়ায় রেখে নিশ্চিন্তভাবে ঘুমাতে দেখা গেছে রোহিতকে। অধিনায়ক হিসাবে রোহিতের এটি প্রথম আইসিসি ট্রফি হলেও, খেলোয়াড় হিসাবে তিনি ভারতীয় দলের হয়ে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন