IPL every team purse value around 110-120 crores rupees for IPL 2025 mega auction
খেলা

IPL 2025: মেগানিলামের জন্য বাড়ছে দলগুলির পার্স, ১০০ কোটি থেকে এবার সোজা এই পরিমাণ অর্থ পাবে দলগুলি

Published on:

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শেষ হতেই আবার উঠছে আগামী বছরের আইপিএল নিয়ে আলোচনার খবরাখবর। এখন থেকেই সকলের কৌতূহল আগামী বছরের মেগা নিলাম নিয়ে। আইপিএল ২০২৫ এর আগে মেগা নিলামে কোন দল কাকে রিটেন করবে, কতজনকে রিটেন করতে পারবে, এছাড়াও নানা নিয়ম নিয়ে খবর উঠে আসছে ক্রিকেট মহলে। এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু না জানানো হলেও, ভক্তরা সকলেই প্রায় আন্দাজ করতে পেরেছেন।

আইপিএল ২০২৪ শেষ হওয়ার প্রায় এক মাস পার হয়ে গেলেও, মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মগ্ন ছিল ক্রিকেটবিশ্ব। আর তা শেষ হতেই আবার আইপিএল নিয়ে আলোচনায় মেতেছে সকলে। সম্প্রতি সূত্র অনুযায়ী, আইপিএল ২০২৪ এ রিটেনশন নিয়ে নিজেদের মতামত জানিয়েছে আইপিএল ফ্র‍্যাঞ্চাইজিগুলি। তবে এবার সামনে হল, আসন্ন বছরের আইপিএল মেগা নিলামে প্রতিটি দলের পার্সে কত টাকা থাকতে পারে।

WhatsApp Community Join Now

গত মরশুম তথা আইপিএল ২০২৪ নিলামের আগে প্রত্যেকটি দলের পার্সে ৯৫ কোটি টাকা রাখার নিয়ম ছিল। ২০২৪ নিলামের আগে সেটাকে বৃদ্ধি করে ১০০ কোটি করে বিসিসিআই। এরপরে আগামী মরশুমের জন্য পার্স বৃদ্ধি করার চিন্তাভাবনা নিচ্ছে বিসিসিআই। বিশ্বের ধনী লিগের প্রত্যেক দলের পার্স বৃদ্ধি করে এবার থেকে ১১০ কোটি কিংবা ১২০ কোটি করা হবে। এতে মেগা নিলামে প্রত্যেকটি দলেরই সুবিধা হবে।

শুধুমাত্র দলের সুবিধা নয়, খেলোয়াড়রাও আরও বেশি টাকা বেতন পাবেন। এমনিতেই ২০২৪ নিলামে ২৪.৭৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে বিক্রি হয়েছিলেন মিচেল স্টার্ক। আইপিএলের পার্স বৃদ্ধি করা হলে, আগামী দিনে সেই রেকর্ডকেও পিছনে ফেলতে পারে। এছাড়া পার্স বৃদ্ধি করলে দলের আনকোড়া তরুণদেরও বেতন কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সুবিধা পেলে প্রত্যেকটি দলই নিজেদের পছন্দের ক্রিকেটারকে বেশি দাম পর্যন্ত বিড করতে পারবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন