Hardik Hardik chants at the Wankhede stadium Mumbai but in ipl time he was criticized at wankhede
খেলা

Hardik Pandya: বিদ্রুপের পালা শেষ! বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ফিরতেই ওয়াংখেড়েতেই ‘হার্দিক হার্দিক’ রব তুললেন পান্ডিয়া

Updated on:

কথায় আছে জীবনে অন্ধকার সময় যখন আসে, তখন নিজের ছায়াও নাকি সঙ্গ ছেড়ে দেয়। সেরকমই গত একমাস আগেই আইপিএলের সময় নানা বিদ্রুপের শিকার হতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। সেই ঘটনা হয়তো কারোর অজানা নয়। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করায় তার উপরে চটেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্তরা। এমনকি আইপিএলের সময়ে তার পারফরমেন্সও খুব একটা ভালো না হওয়ায়, স্টেডিয়াম জুড়ে হার্দিককে নিয়ে চলছিল বু ধ্বনি।

তবে তার মাস খানেকের মধ্যেই যে টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া এত সুন্দর প্রত্যাবর্তন করবেন, তা হয়তো সকলের চিন্তার বাইরে। আর এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পিছনে হার্দিক পান্ডিয়ার গুরুত্ব ছিল অপরিসীম। এগুলি সম্ভব হতেই পাল্টে গেল ওয়াংখেড়ে স্টেডিয়ামের আবহাওয়া। যে হার্দিককে আইপিএলের সময়ে বু ধ্বনি দিয়ে বিদ্রুপ করা হচ্ছিল, এখন তাকে নিয়েই সম্পূর্ণ স্টেডিয়াম জুড়ে চলছে জয়ধ্বনি।

WhatsApp Community Join Now

আজ বিকালে বিশ্ব চ্যাম্পিয়ন প্যারেডের আগে হার্দিককে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখামাত্রই ওয়াংখেড়ে মুখোরিত হয়েছে হার্দিক হার্দিক স্লোগানে। আর এই সবকিছু প্রাপ্যও হার্দিক পান্ডিয়ার। যেভাবে তিনি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে গেছেন, তাতে সত্যিই এই জয়ধ্বনি তার প্রাপ্য। মাসখানেক আগে এর ভিন্ন ছবি দেখা গেলেও, এখন ভক্তরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। এমনকি হার্দিক পান্ডিয়াকেও মনের কোণায় আবার আগের আসন ফিরিয়ে দিয়েছেন।

আইপিএল ২০২৪ এ মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স খুব একটা নজর কাড়া জায়গায় শেষ করতে পারেনি, এছাড়া তিনি নিজেও ভালো পারফরমেন্স না করতে পারায় অনেকের রোষে পড়েছিলেন। সমালোচনার বন্যা বয়ে গিয়েছিল তার উপর দিয়ে। কিন্তু বার্বাডোজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে হার্দিক সকলকে যোগ্য জবাব দিয়ে আবার নিজের জায়গা ফিরে পেয়েছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন