টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের জন্য মুম্বইয়ে একটি দর্শনীয় বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। খোলা ছাদের বাসে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা লক্ষ লক্ষ মানুষের ভিড় উপেক্ষা করে ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছান। স্টেডিয়ামের ভেতরে হাজার হাজার ক্রিকেটপ্রেমী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন তাদের নায়কের জন্য। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকা মাত্রই ডিজে-র তালে নাচতে শুরু করেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এ সময় সিনিয়র-জুনিয়র সকলেই ভুলে যান সব বাঁধন।
বার্বাডোজ থেকে ১৬ ঘন্টার ক্লান্তিকর দীর্ঘ ফ্লাইট নেওয়া, দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ এবং তারপর মুম্বাই পৌঁছে ভিক্টরি প্যারেডে যোগ দেওয়ার পর খেলোয়াড়দের মধ্যে কোনও ক্লান্তি ছিল না, তবে দ্বিগুণ শক্তিতে তারা বিজয় প্যারেডে নাচেন, গান এবং আনন্দ করেন, যার ভিডিও এখন ক্রমশ ভাইরাল হচ্ছে।
মুম্বই বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ভারতীয় দলকে স্বাগত জানাতে এত সমর্থক দাঁড়িয়েছিলেন যে গোটা রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল। মেরিন ড্রাইভে যাওয়ার পথে ভক্তদের গাছে চড়তে দেখা গেছে এবং তাদের নায়কদের দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। পুরো পথ টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা নাচতে নাচতে এসেছিলেন। এই সময় মুম্বইয়ে প্রবল বৃষ্টি হলেও তা সত্ত্বেও সমর্থকরা ছিলেন অনড়।
ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে তখন হাজার হাজার মানুষের ভিড়। এই সময় রোহিত শর্মা, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং জসপ্রীত বুমরাহ তাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিলে। এরপর বিসিসিআই সভাপতি ও সচিব জয় শাহ রোহিত ও গোটা দলকে ডেকে ১২৫ কোটি টাকার চেক দেন। এরপরই গোটা স্টেডিয়াম চক্কর দিয়ে সমর্থকদের অভিবাদন জানায় ভারতীয় দল।