দেশের হয়ে বিশ্বকাপ জয় করা প্রতিটি ক্রিকেটারের কাছে স্বপ্নের মতো। দীর্ঘ অপেক্ষার পর গতকাল ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে। এরপর থেকেই সাধারণ সমর্থক থেকে প্রাক্তন তারকা ক্রিকেটাররা ব্লু ব্রিগেডদের শুভেচ্ছা জানাচ্ছেন। এবার ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার বিরাট কোহলি এবং রোহিত শর্মার উদ্দেশ্যে এই বিশ্বকাপ জয়ের জন্য নিজের অনুভূতি প্রকাশ করলেন।
এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০১১ সালের একদিনের বিশ্বকাপে শেষবার ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল। সেই বছর শচীন তেন্ডুলকার বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। অন্যদিকে গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালেও এই কিংবদন্তি তারকা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত থেকে ভারতীয় দলকে সমর্থন করেছিলেন। তবে অস্ট্রেলিয়ার কাছে দুর্ভাগ্যজনকভাবে হেরে ব্ল ব্রিগেডদের বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হয়। তবে এই বছর রোহিত শর্মা কোনোরকম ভুল করেননি। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে শেষ পর্যন্ত ভারতীয় দল ৭ রানে ঐতিহাসিক জয় তুলে নেয়।
এর সঙ্গেই ব্লু ব্রিগেডরা বিশ্বসেরা হওয়ার পর বিরাট কোহলি এবং রোহিতর শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এরপরেই এই দুই ক্রিকেটারের উদ্দেশ্যে শচীন তেন্ডুলকার শুভেচ্ছা বার্তা পোস্ট করলেন। তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বর্তমান ভারতীয় অধিনায়ককে ট্যাগ করে লেখেন, “একজন প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটার থেকে তোমার বিশ্বকাপ জয়ী অধিনায়ক হয়ে ওঠার এই বিবর্তনকে আমি সামনে থেকে দেখেছি। প্রতিশ্রুতিতে অটল থাকা এবং তোমার ব্যতিক্রমী প্রতিভা ভারতবাসীর জন্য অপরিসীম গর্ব এনে দিয়েছে।”
ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার আরও লেখেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় তোমার এই ফরম্যাটের দুর্দান্ত ক্রিকেট জীবনের নিখুঁত সমাপ্তি। শাবাশ, রোহিত!” এছাড়াও বিরাট কোহলির উদ্দেশ্যে শচীন তেন্ডুলকার লেখেন, “তুমি এই খেলার একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের আগে হয়তো কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু গত রাতে প্রমাণ করেছো কেন তুমি এই খেলার অন্যতম সেরা ক্রিকেটার। ৬ টা বিশ্বকাপে অংশগ্রহণ করে শেষ বিশ্বকাপ জয় করার অভিজ্ঞতা আমি ভালোভাবে জানি। আশা করি তুমি দীর্ঘ ফরম্যাটে ভারতের হয়ে ম্যাচ জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে।”