Rinku singh got 1 cr rupees from BCCI more than IPL salary after team become world champion
ক্রিকেট

Rinku Singh: রিঙ্কুর সাথে অবশেষে নল ন্যায়, পুরো আইপিএল খেলে পেয়েছিলেন ৫৫ লাখ, এবার না‌ খেলেই হলেন কোটিপতি

Published on:

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রোহিতের অধিনায়কত্বে যখন ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল, তখন যে খেলোয়াড়রা সুযোগ পাননি তারা হতাশ হয়েছিলেন। আরও হতাশ হয় রিজার্ভ খেলোয়াড়রা। মূলটি দলে যোগ দেওয়া থেকে এক ধাপ দূরে ছিল, তবে রিজার্ভ দলে এমন একজন খেলোয়াড়ও ছিলেন যিনি হতাশ হননি। হ্যাঁ আমরা রিঙ্কু সিংয়ের কথাই বলছি।

দারিদ্র্যের মুখোমুখি হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে টিম ইন্ডিয়ায় ঢোকা রিঙ্কু সিংকে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, দলে থাকলে ভালো হতো, তবে আমি সেভাবে হতাশ নই। আমি না খেললেও চাই আমাদের দল বিশ্ব চ্যাম্পিয়ন হোক। আমি দলের সঙ্গে যাব। সঙ্গে বিশ্বকাপের ট্রফি নিয়ে আসবো। আর ঠিক তেযনটাই ঘটেছে। বিশ্বকাপ জয়ের পর রিঙ্কু সিং ট্রফির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন।

WhatsApp Community Join Now

আইপিএলে এমন অনেক খেলোয়াড় আছেন যাদের পারফরম্যান্স রিঙ্কু সিংয়ের মতো নয়, কিন্তু তা সত্ত্বেও তারা বড় বেতন পান। গত মরশুমে খেলে মাত্র ৫৫ লক্ষ টাকা পেয়েছিলেন রিঙ্কু সিং। এ নিয়ে প্রশ্ন উঠলেও রিঙ্কু সিং তা এড়িয়ে যান। স্পষ্টতই তিনি কিছু বলতে চান না, কিন্তু খেলোয়াড়দের জন্য কোটি কোটি বলিদান হচ্ছে দেখে সকলেরই মনে হয়েছে রিঙ্কু সিংয়ের প্রতি অবিচার করা হচ্ছে।

সেই ক্রিকেটপ্রেমীদের হৃদয় এখন শীতল হয়ে যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয়ী দল, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের জন্য ১২৫ কোটি পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সূত্রের খবর, রিজার্ভ ক্রিকেটাররাও পাবেন এক কোটি টাকা করে। অর্থাৎ শুভমান গিল, খলিল আহমেদ এবং আবেশ খানের পাশাপাশি রিঙ্কু সিংও এক কোটি টাকা পাবেন। এই অঙ্ক রিঙ্কুর কেকেআরের কাছ থেকে পাওয়া অর্থের থেকেও বেশি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন