Rinku Singh support India by present at stadium in every T20 World Cup match and he celebrate World Cup winning moment with team
ক্রিকেট

Rinku Singh: দলে জায়গা না পেলেও প্রতিটি ম্যাচে ছিলেন মাঠে উপস্থিত, এবার দলের সাথেই নাচে গানে ট্রফির জয় উদযাপন করলেন রিঙ্কু

Published on:

ভারতে আইপিএলের মতো টুর্নামেন্টের জনপ্রিয়তা আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্লু ব্রিগেডদের যথেষ্ট শক্তিশালী করেছে। এই টুর্নামেন্ট থেকে অসংখ্য তরুণ ক্রিকেটার অসাধারণ পারফরম্যান্স করে জাতীয় দলে নিজেদের জায়গা করে নেয়। এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যেও আইপিএলের পারফরমেন্সের ওপর ভিত্তি করে বিসিসিআই তারকা ক্রিকেটারদের বেছে নিয়েছিল। তবে হতাশাজনকভাবে রিঙ্কু সিং বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেননি। তবে ম্যাচ শেষে ভারতীয় দলের সাথে আনন্দে মেতে উঠলেন এই তারকা ব্যাটসম্যান।

গতকাল ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মাঠে নামে। ম্যাচে চাপের মুখে দাঁড়িয়ে ব্লু ব্রিগেডরা দুরন্ত পারফরম্যান্স করে শেষ পর্যন্ত জয় তুলে নেয়। ফাইনালে ব্যাট হাতে বিরাট কোহলি দুরন্ত পারফরম্যান্স করে দলকে সাহায্য করেছেন। তবে‌ টুর্নামেন্টের শুরু থেকে তিনি সেইভাবে প্রভাব ফেলতে পারছিলেন না। এর সঙ্গেই এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফিনিশার রিঙ্কু সিংয়ের বদলে অলরাউন্ডার হিসাবে শিবম দুবেকে দলে নেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়ে রিঙ্কু সিং দুরন্ত ফর্মে ছিলেন‌‌।

WhatsApp Community Join Now

ফলে তার বিশ্বকাপ দলে না থাকাটা অনেক ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ভক্তদের হতাশ করে। উল্লেখ্য এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে রিঙ্কু সিংকে ভারতীয় দলের রিজার্ভ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে রিজার্ভ হিসাবে থাকা শুভমান গিল, আবেশ খানের মতো ক্রিকেটাররা যখন বুঝেছিলেন তারা কোনভাবেই এই মুহূর্তে ভারতীয় দলে জায়গা করে নিতে পারবেন না তখন তারা দেশে ফিরে আসেন। কিন্তু রিঙ্কু সিং প্রতিটা ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থেকে ভারতীয় দলকে সমর্থন করেছেন।

গতকাল ভারত দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ভারতীয় তরুণ তারকা মাঠে নেমে এসে দলের সঙ্গে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাকে বিরাট কোহলি, আর্শদীপ সিংয়ের সঙ্গে বিখ্যাত পাঞ্জাবি গানে নাচতে পর্যন্ত দেখা যায়। উল্লেখ্য এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি ট্রফি জয় করেছেন। তারপরেই রিঙ্কু বলেছিলেন ভারতের সাথেও থেকে তিনি বিশ্বজয়ের ভাগিদার হতে চান। ফলে কী পেয়েছেন, কী পাননি সব ভুলে শুধুমাত্র ক্রিকেটকে ভালোবেসে তার এই ভারতীয় দলের সাথে একাত্ম্য হয়ে ওঠাকে সকলেই প্রশংসা করছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন