Ravi Bishnoi took career best bowling spell with two maiden against Zimbabwe in 1st T20i
ক্রিকেট

Ravi Bishnoi: ৪ ওভারে ২ মেডেন ১৩ রান, জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই নিজের ক্যারিয়ারের সেরা স্পেল করলেন বিষ্ণোই

Published on:

জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করলেন ভারতীয় দলের লেগ স্পিনার রবি বিষ্ণোই। ভারতের প্রথম সারির লেগ স্পিনার হওয়া সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি বিষ্ণোই। বছরের শুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে টিম ইন্ডিয়াকে জয় এনে দিয়েছিলেন তিনি। এবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা স্পেল করেন তিনি।

পাওয়ার প্লেতেই প্রথম ওভার রবি বিষ্ণোইকে দেন অধিনায়ক শুভমান গিল। ষষ্ঠ ওভারের প্রথম বলেই ব্রায়ান বেনেটকে বোল্ড করেন বিষ্ণোই। নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে গুগলিতে বোল্ড হন সেট ব্যাটসম্যান ওয়েসলি মাধেভেরেও। তৃতীয় ওভারে কোনো সাফল্য পাননি রবি বিষ্ণোই। নিজের স্পেলের শেষ ওভারে লুক জংউই ও ব্লেসিং মুজারাবানিকে আউট করেন তিনি।

WhatsApp Community Join Now

রবি বিষ্ণোই তার চার ওভারের স্পেলে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন। নিজের প্রথম ও শেষ ওভার বল করেন মেডেন। এটিই বিষ্ণোইয়ের ক্যারিয়ারের সেরা স্পেল। এর আগে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। আইপিএল ২০২৪-এ ২৩ বছরের লেগ স্পিনারের পারফরম্যান্স বিশেষ ছিল না। ১৪ ম্যাচে মাত্র ১০ উইকেট নিলেও তার দল প্লে অফেও জায়গা করে নিতে পারেনি।

ম্যাচ জিতে সিরিজে লিড নিতে হলে ভারতীয় দলকে করতে হবে ১১৬ রান। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১১৫ রান করেছে জিম্বাবুয়ে। ৯০ রানে ৯ উইকেট পতনের পর উইকেটরক্ষক ক্লেভ মাদান্দে ২৯ রান করে দলকে ১১৫ পর্যন্ত নিয়ে যান। বিষ্ণোই ছাড়াও ভারতের হয়ে দুটি উইকেট নেন অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন