MS Dhoni congratulates Indian team for winning T20 World Cup 2024 says it is his priceless birthday gift
ক্রিকেট

MS Dhoni: রোহিত সহ ভারতীয় দলকে শুভেচ্ছা মহেন্দ্র সিং ধোনির, সময় নিয়ে মাহি ভাইকেও ধন্যবাদ জানালেন রোহিত

Published on:

১৯৮৩ সালে একদিনের বিশ্বকাপে কপিল দেব ভারতীয় দলকে ট্রফি এনে দিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিলেন। এরপর ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী মরসুমেই চ্যাম্পিয়ন হয়ে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের আগ্রাসনকে বিশ্বমঞ্চে স্পষ্ট করে দেন। এরপর মাঝখানে কেটে গেছে অনেকগুলো বছর তবে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও রোহিত শর্মার হাত ধরে বিশ্ব সেরা হওয়ার স্বপ্নকে সত্যি করল ব্লু বিগ্রেডরা। এরপরই মহেন্দ্র সিং ধোনির শুভেচ্ছা বার্তা সামনে আসে।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২০১১ সালের একদিনের বিশ্বকাপেও ধোনির নেতৃত্বে ব্লু ব্রিগেডরা বিশ্বসেরা হওয়ার সুযোগ পেয়েছিল। এরপর অনেকেই মনে করেছিলেন ধোনির পর সাম্প্রতিক সময় কোন ভারতীয় অধিনায়ক হয়তো দলকে বিশ্বকাপ ট্রফি এনে দিতে পারবেন না। গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালেও ভারতীয় দল দুরন্ত পারফরমেন্স করে পৌঁছে যায়। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হতাশজনক পারফরমেন্স করে তারা কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন ভঙ্গ করে।

WhatsApp Community Join Now

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেও ভারতীয় দল প্রথমদিকে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। সেই সময় বিরাট কোহলি অক্ষর প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে নিজের ব্যাটিং দক্ষতায় স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এরপর দ্বিতীয় ইনিংসে ১৭৭ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা একের পর এক উইকেট হারালেও একসময় ব্লু ব্রিগেডদের চাপের মুখে ফেলে দিয়েছিল। সেই সময় বল হাতে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং রীতিমতো জ্বলে ওঠেন। ফলে শেষ পর্যন্ত প্রটিয়াদের ৬ রানে হারিয়ে ভারতীয় দল দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়।

এরপর ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, “বিশ্বকাপ চ্যাম্পিয়নস ২০২৪। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। শান্ত থেকে, আত্মবিশ্বাসের সাথে আপনারা যা করেছেন তা অসাধারণ। প্রতিটা ভারতবাসী নিজের শহর থেকে এবং বিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত ভারতীয় বিশ্বকাপ ঘরে আনার জন্য ধন্যবাদ জানাচ্ছে। শুভেচ্ছা!” এরপর পোস্টটি এডিট করে ধোনি আরও এক লাইন যুক্ত করে লেখেন, “আরে জন্মদিনের অমূল্য উপহারের জন্য ধন্যবাদ৷”

উল্লেখ্য আসন্ন ৭ জুলাই ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক ৪৩ বছর বয়সে পা দেবেন। অন্যদিকে এই শুভেচ্ছা বার্তা পাওয়ার পর বর্তমান বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মার মন্তব্যও সামনে এসেছে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,”ধোনি ভাই অসাধারণ একজন খেলোয়াড়। আমাদের জন্য এবং দেশের জন্য উনি অনেক কিছু করেছেন। আমি খুব খুশি যে ধোনি ভাই আমাদের এই জয়ের জন্য প্রশংসা করেছেন। প্রতিটা ভারতবাসী চেয়েছিলেন যেভাবে হোক আমরা বিশ্বকাপ জিতি, তো সবকিছু ঠিকঠাক হয়েছে আমি খুবই খুশি।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন