IPL 2025 mega auction retaintion update and impact player rules likely be remain in next season
ক্রিকেট

IPL 2025: আইপিএলের রিটেনশন নিয়ে আলাদা আলাদা রায় দলগুলির, পরের বারও থাকতে পারে ইমপ্যাক্ট রুল, এল বড় আপডেট

Published on:

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সমাপ্ত হয়েছে হয়েছে আইপিএল ২০২৪। যেখানে তৃতীয়বারের মতো জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই আবারও উঠে আসছে আগামী বছরের আইপিএল মেগানিলাম নিয়ে বিশেষ কিছু খবরাখবর। আইপিএল ২০২৫ এর রিটেনশনের বিষয়ে এখন থেকেই আলোচনা শুরু করে দিয়েছে বিসিসিআই।

সম্প্রতি ক্রিকবাজের সূত্র অনুযায়ী জানা গেছে, আগামী বছরের মেগানিলামের জন্য বিসিসিআই ইতিমধ্যে ফ্র‍্যাঞ্চাইজিগুলির আধিকারিকদের সাথে বৈঠক করে নিয়েছে। ফ্র‍্যাঞ্চাইজিগুলির পরামর্শ অনুযায়ী জানা গেছে, একটি দল ৮ টি রিটেনশনের কথা তুলেছে। এছাড়া সূত্র অনুযায়ী, বেশির ভাগ দল চাইছে ৫ থেকে ৭ টি রিটেনশন। তাছাড়াও বেশ কিছু দল চাইছে যেন কোনো রিটেনশন না থাকে অর্থাৎ দলগুলিকে শুধুমাত্র রাইট টু ম্যাচ কার্ড (আরটিএম) ব্যাবহারের সুযোগ দেওয়া হবে।

WhatsApp Community Join Now

মূলত কোনো ফ্র‍্যাঞ্চাইজিই চায় না চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেদের দল পরিবর্তন করতে, সেইদিক থেকে দেখলে আগামী বছর মেগানিলামে সমস্যায় পড়তে পারে কলকাতা নাইট রাইডার্স। এদিকে বিসিসিআই কতগুলি খেলোয়াড়কে রিটেন করার কথা জানাবে, সেটাও এখনো অপরিষ্কার। এছাড়া প্রতিটি দলের লক্ষ্য থাকে মেগা নিলামে সেরা দল বাছাই করার। এই বিষয়ে সবকিছু স্পষ্ট করতে বিসিসিআই এই মাসের শেষের দিকে ফ্র‍্যাঞ্চাইজিগুলির সাথে একটি বৈঠক আয়োজিত করবে, তারপরেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।

আইপিএল ২০২৫ এর মেগানিলামের রিটেনশনের বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছু না জানা গেলেও, আগামী কয়েকদিনের মধ্যে তা জানানো হবে। এছাড়া আজ ক্রিকবাজের সূত্র অনুযায়ী জানা গেছে, সামনের বছর আইপিএলেও ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটি থাকবে। এই মরশুমে আইপিএলের মাঝে ইম্প্যাক্ট প্লেয়ার বন্ধ করার বিষয়ে নানা কথা উঠলেও, এত তাড়াতাড়ি নিয়মটিকে পরিবর্তন করতে চাইছে না বিসিসিআই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন