Dhruv jurel Abhishek Sharma Riyan Parag made their debut in 1st T20i against Zimbabwe today
ক্রিকেট

ZIM vs IND: আইপিএল চোখ ধাঁধানো পারফরমেন্সের মিললো ফল, একসাথে অভিষেক হল এই তিন প্লেয়ারের

Published on:

ভারত ও জিম্বাবোয়ের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে আজ। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে হারারেতে। ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের নতুন অধিনায়ক শুভমান গিল। এই ম্যাচে তিন ক্রিকেটারকে অভিষেকের সুযোগ দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্বকাপজয়ী দলের কোনও ক্রিকেটারকেই জায়গা দেয়নি ভারতীয় দল।

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অভিষেকের সুযোগ পেয়েছেন ভারতীয় দলের তিন ক্রিকেটার। অভিষেক শর্মা, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল ভারতের হয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। এটি অভিষেক ও রিয়ানের প্রথম আন্তর্জাতিক ম্যাচও হবে। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জুরেলের। ওই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন তিনি।

WhatsApp Community Join Now

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল। তিনি জানান, দলে অভিষেক হচ্ছে ৩ ক্রিকেটারের। গিল বলেন, “আমরা প্রথমে ফিল্ডিং করব। আমি মনে করি এটি একটি ভাল পিচ। পরে খুব একটা পরিবর্তন হবে না। ১১ বছর পর আমরা আইসিসির কোনো ইভেন্ট জিতেছি। আপনার নিজের কাছে সবসময় প্রত্যাশা থাকে। আমাদের তিনজন অভিষেক করছে। তারা হল শর্মা, জুরেল এবং পরাগ।”

অন্যদিকে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা বলেছেন- “আগে ব্যাট করতে আমার কোনো আপত্তি নেই। উইকেট ভালো মনে হচ্ছে। এই ক্রান্তিকালে জিম্বাবুয়ে ক্রিকেট আমার ওপর আস্থা রেখেছে। আমি তরুণ খেলোয়াড়দের এগিয়ে আসতে এবং লড়াই করতে দেখতে চাই। এই দলকে নেতৃত্ব দিতে পারাটা সম্মানের। শন অবসর নিয়েছেন। এটা একটা তরুণ দল। ভবিষ্যতে এরভিনের দলে ভূমিকা থাকবে।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন